উল্লাপাড়া

উল্লাপাড়ায় সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

 

উল্লাপাড়া প্রতিনিধি:

 

উল্লাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পরুষ্কার বিরণ করা হয়েছে । মঙ্গলবার উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরুষকার তুলেদেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মোঃ আসহাবুল হক, অধ্যাপক শামীম হাসান, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরী অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষের স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোকেও পুরস্কৃত করা হয়।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৬/০৭/২০২২