উল্লাপাড়া

উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান তপন

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

মজিব বর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথচারী, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫’শত কম্বল বিতরণ করেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাশেদুল হাসান রাশেদ, পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুর রব, মোঃ মোহন আলী, মোঃ মুছা প্রামাণিক ও নারী সদস্য মোছাঃ মাফিয়া খাতুন প্রমুখ।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫’শত দুঃস্থ, অসহায় ও শীতার্ত লোকজনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
২৫. ০১. ২০২২ ইং।