উল্লাপাড়া

উল্লাপাড়ায় শিয়ালের কামড়ে শিক্ষক সহ আহত-২

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাওড়া গ্রামে দলোবদ্ধ শিয়ালের কামুড়ে শিক্ষক সহ আহত হয়েছেন -২ জন । এরা দু’জন হলো- উপজেলার কোয়ালীবেড় দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও হাওড়া গ্রামের মোঃ জিলিম উদ্দিন ৷

 

উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের পারিবারিক সুত্রে জানা যায় রবিবার ভোরে গরুর খাবারের জন্য বাড়ির পার্শ্বের ভিটায় ঘাস কাটতে গেলে সেখানে দলবদ্ধ শিয়ালের দল তাকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ে ক্ষত করে দেয় ৷ অপর দিকে গ্রামের মসজিদে এশারের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ শিয়াল দল মোঃ জিলিম উদ্দিনকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন অঙ্গে কামড়ায়ে ক্ষত করে । এদের দু জনকেই উদ্ধার করে শিক্ষক মোঃ আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং মোঃ জিলিমকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসা ও ভ্যাক্সিন দেওয়া হয়েছে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৮/০৯/২০২২