উল্লাপাড়া

উল্লাপাড়ায় শিশু ও মুক্তিযোদ্ধাসহ করোনায় আক্রান্ত ১৪ জন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার শিশু ও মুক্তিযোদ্ধাসহ করোনায় আক্রান্ত ১৪ জন । উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এ্যানটিজেন টেস্টে(RAT) ৭ জন ও সিরাজগঞ্জের পিসি আর ল্যাবে ৭ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে । করোনায় আক্রান্তরা হলেন-উল্লাপাড়া পৌর এলাকার উল্লাপাড়া গ্রামের শিশ জারিফ (২), আয়রিন(২৯), মোঃ শরিফুল(৩৩), কাওয়াক গ্রামের মোঃ হাফিজুর রহমান(৫৮), শ্রীকোলা গ্রামের আসাদুল হক(২৮), ঘোষগাঁতী( কামারপাড়া) গ্রামের প্রদীপ কুমার(৫৫), শ্যামলীপাড়ার কৃষ্ণা(৩৬), মাহবুবুল আলম(৩৭), ঝিকড়া গ্রামের আঞ্জুমানয়ারা(৪৮), উপজেলার বড়হর গ্রামের আঞ্জুমানায়ারা(৫৩) ও বীর মুক্তিযোদ্ধা সুজাবত আলী(৬৫), পূর্ণিমাগাঁতী গ্রামের হারুণ অর রশিদ(২৬), মাটিকোরা গ্রামের মাহবুবুর(৩৬) চর কোলীবের গ্রামের শাকিল(২৯) ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য পরিদর্শক ফারুক আহমেদ জানান রবিবার উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে পরীক্ষায় ৭ জন করোনায় আক্রান্ত পাওয়া গেছে ।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন টেস্টে(RAT) ৭ জন ও সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।