উল্লাপাড়া

উল্লাপাড়ায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে উপজেলার ৯২ টি পুজা মন্ডপের অনুকুলে প্রতি পুজা মন্ডপের জন্য ১৩ হাজার করে মোট ১১ লাখ ৯৬ হাজার টাকার নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে ।

সোমবার বিকেল-৪ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োযনে পুজা মন্ডপগুলোর সভাপতিদের হাতে চেক তুলে দেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গৌতম দত্ত, সাধারণ সম্পাদক শ্রী বাবলু ভৌমিক প্রমুখ।