উল্লাপাড়ায় র্যাংস মটরস এর মাহিন্দ্রা পিক-আপের গ্রাহকদের সাথে আলোচনা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাংস মটরস এর মাহিন্দ্রা পিক-আপের গ্রাহকদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয় ।
সোমবার বেলা ১১টার দিকে র্যাংস মটরস এর উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এর ধোপাকান্দি বিক্রয় কেন্দ্র-গ্রাহকদের সাথে উল্লাপাড়া ফুড পার্ক রেস্টুরেন্টে এ আলোচনার আয়োজন করে ।
আলোচনায় অংশ নেয় ওই বিক্রয় কেন্দ্রের সেলস্ এক্সিকিউটিভ মোঃ মিজানুর রহমান, এক্সিকিউটিভ (রিকভারি) মোঃ বুলবুল হোসেন, ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার মোঃ শায়েখুল ইসলাম, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, গ্রাহকদের মধ্যে মোঃ শরিফুল ইসলাম ।
সব আলোচকই মাহিন্দ্রা পিক-আপের স্বল্প খরচে বেশি মাইলেজ,শক্তিশালী ইঞ্জিন ও হেভি-ডিউটি পেলোত নিচ্শ্চিত করে বেশি লাভ করা যায় বলে আলোকপাত করেন ।