উল্লাপাড়া

উল্লাপাড়ায় মুক্তিপন না দেয়ায় কৃষক খুন নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপনের দেড় লাখ টাকা দিতে না পাড়ায় খুন হলো ছাইদুর রহমান(৪০) নামের এক কৃষক । ছাইদুর গত রবিবার নিখোঁজ হয়৷। নিখোঁজের একদিন পর সোমবার সকালে মোহনপুর ইউনিয়নের গুনাইগাঁতী গ্রামের গোহালা নদীর কুমার ব্রিজের পাশ থেকে ছাইদুরের ভাসমান লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । নিহত ছাইদুর রহমান উপজেলার মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে ।

গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাইদুর রহমান সম্ভবত অপহৃত হন। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ছাইদুরের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, ২৪ সেপ্টেম্বর ছাইদুর সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। ২৫ সেপ্টেম্বর ছাইদুরের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তার (ছাইদুর) পরিবারের মোবাইল ফোনে ছাইদুরের মুক্তির জন্য অপহরনকারীরা দেড় লাখ টাকা মুক্তিপন দাবি করে । ওই মুক্তিপনের টাকার জন্য একাধিকবার মোবাইলে ফোন করে অপহরণকারীরা । কিন্তু ছাইদুরের পরিবারের পক্ষ থেকে ওই টাকা প্রদান সম্ভব নয় বলে জানানো হয় ।

সোমবার সকালে স্থানীয় লোকজন গুনাইগাঁতী গ্রামের গোহালা নদীর কুমার ব্রীজের পাশে ছাইদুরের ভাসমান লাশ দেখতে পেয়ে উল্লাপাড়া মডেল থানায় খবর দেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করেছে। ছাইদুরের মাথায় আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারনা ছাইদুরকে মাথায় আঘাত করে হত্যার পর অপহরনকারীরা নদীতে লাশটি ফেলে দিয়ে চলে যায়।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করার পর জানান, পুলিশ ইতোমধ্যেই মোবাইল ফোনের সূত্রধরে খুনিদের সনাক্ত এবং তাদেরকে ধরার প্রচেষ্টা শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়া,সিরাজগঞ্জ