উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহেরর বিভিন্ন সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ বেলা বারোটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তার সাথে মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন । উপজেলা শহরের মূল পয়েন্টের ওভার ব্রীজ এলাকা থেকে থানা সড়ক, হাটখোলা সড়ক ও গুলিস্থান সড়কের পাশ থেকে দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হয় । দোকাগুলোর মধ্যে বেশিরভাগ রেডিমেড পোষাক ও ফল সামগ্রীর দোকান রয়েছে ।