উল্লাপাড়া

উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযানে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মো. আরিফুজ্জামান জানান, নকল দুধ তৈরির অভিযোগে মোহনপুরে অবস্থিত আকিজ কোম্পানিকে ১০ হাজার, আড়ং কোম্পানিকে পাঁচ হাজার,প্রাণ কোম্পানিকে পাঁচ হাজার, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার এবং আরও দুই মিষ্টি দোকানিকে এক হাজার করে টাকা জরিমানা করা হয়। অমরেশ চন্দ্র নামে এক মিষ্টি দোকানিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।