উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযানে জরিমানা ও ভেজাল খাদ্য ধ্বংশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে পৌর শহরে সাতটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী আটক করে।
এ সময় সাতটি মুদি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে মেয়াদ উত্তীর্ণ ইসমাইলের মুদি দোকান থেকে ১০ বস্তা ময়দা, বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ ৮ হাজার ২শ প্যাকেট চিপস ও প্যাকেটজাত লিচু আটক করে। পরে পৌর ভবনের সামনে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলামের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানের সময় পৌরসভার কাউন্সিলর এস.এম. আমিরুল ইসলাম আরজু, আবুল কালাম আজাদ, ময়নুল হক আব্দুল আলীম, পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ আলী, জিন্নাহ পৌরসভার ইন্সপেক্টর আলী আহমেদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।