উল্লাপাড়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাংচুর, থানায় অভিযোগ দায়ের
উল্লাপাড়া প্রতিনিধি;
উল্লাপাড়ায় ভুল চিকিৎসায় চার বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাত ৮ টার দিকে শ্যামলীপাড়ায় অবস্থিত জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে ক্লিনকের মালিকপক্ষ পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে শিশুটির দাফন শেষে পরিবারের লোকজন ক্লিনিক ভাংচুর করে । পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ বিষয়ে মৃত্যু শিশুর মা বাদি হয়ে মঙ্গলবার উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন ।
নিহত শিশুর মা সুমা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে সুমনার পিঠে ফোড়া ওঠায় সোমবার রাত ৮টার দিকে আমার ভাইকে নিয়ে ফোড়া অপারেশনের জন্য স্থানীয় জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আহসানুল হকের কাছে যাই। সেখানে চিকিৎসক আমার মেয়েকে দেখে রক্ত পরীক্ষাসহ নানা ধরনের পরীক্ষা করতে দেয়। পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসক আহসানুল হক সুমনার পিঠে পরপর পাঁচটি ইনজেকশন প্রয়োগ করে। এ সময় আমার মেয়ে চিৎকার করে বলে, ‘‘মা আমি আর বাঁচব না’’। তারপরই আমার মেয়ের খিঁচুনি শুরু হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।’
শিশু সুমনার মামা মুনিয়া মিয়া বলেন, ‘আমার ভাগ্নিকে নিয়ে যখন ক্লিনিকে গেলাম, তখন চিকিৎসক তাকে দেখে অপারেশনের কথা জানান এবং কিছু ওষুধ আনতে বলেন। এরপর সুমনাকে জোর করে পরপর পাঁচটা ইনজেকশন প্রয়োগ করে বলেন, একটু ঠান্ডা হলে নিয়ে আসবেন, ফোড়া কেটে বের করে দেওয়া হবে। এরপর সুমনার খিঁচুনি শুরু হয়। তখন অক্সিজেন দেওয়ার জন্য তাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর ডাক্তার এসে বলেন সুমনার অপারেশনের জন্য আপনাদের একটা সই লাগবে। ডাক্তার এই কথা বলে আমাদের কাছ থেকে জোর করে সই নিয়ে নেন। পরে আমাদের আর রুমের ভেতরে ঢুকতে দেয়নি। আমরা এই চিকিৎসকের শাস্তি চাই।’
এ বিষয়ে স্থানীয় জোমেলা বেগম বলেন, ‘সুমনা সুস্থভাবে হেঁটে বাসা থেকে বের হয়। কিন্তু ক্লিনিকে যাওয়ার পর ডাক্তারের ভুল চিকিৎসায় তাকে লাশ হয়ে বাসায় ফিরতে হয়। আমরা এই কসাই চিকিৎসকের বিচার চাই।’
এ বিষয়ে জননী ক্লিনিকের মালিক মোঃ আশরাফুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমার ক্লিনিকে শিশুটি মারা যায়নি । অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে । তিনি আরো জানান ব্যাথা নাশক ইনজেকশন দেওয়ার পর রোগী অসুস্থ হয়ে পরে । পরে ডাঃ রোগী অন্য হাসপাতালে স্থানান্তর করে । মঙ্গলবার সকালে মৃত্যু শিশুর দাফনের পর পরিবারের লোক এসে আমার ক্লিনিক ভাংচুর করে । তবে আমরা পালাই নি ।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হকের সংগে তার মুঠোফোনে একাদিক বার যোগাযো করলে তিনি মুঠোফোন রিসিভ করেণ নি ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় মৃত্যু শিশুর মা সুমা খাতুন বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।’
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ