উল্লাপাড়ায় ভটভটি চাপায় ইমরান নামের এক শিশুর মৃত্যু ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভটভটি চাপায় ইমরান (০৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ ২০১৯) দুপুরে কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের বন্যাকান্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর কালিগঞ্জ গ্রামের ফরহাদ আলী প্রামানিকের ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, দুপুরে ইমরান বন্যাকান্দি মোড় এলাকায় সাইকেল চালাচ্ছিল। এ সময় একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার দায়িত্ব নেওয়ায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।