উল্লাপাড়া

উল্লাপাড়ায় বুধবার করোনায় আক্রান্ত ১০ জন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার করোনায় আক্রান্ত ১০ জন । উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন টেস্টে(RAT) ১০ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে । করোনায় আক্রান্তরা হলেন-উল্লাপাড়া পৌর এলাকার উল্লাপাড়া গ্রামের মোঃ মজুন(৩৫), কাওয়াক গ্রামের আব্দুল মোতালিব(৪০), ঝিকড়া গ্রামের মোছাঃ আফসানা(৪৫), সুজন আহমেদ(৩৫), মোঃ হায়দার আলী(৬০), উপজেলার বড়হর গ্রামের আব্দুল মোমিন(৫০), বোয়ালিয়ার তুহিন(২০), পূর্ব রামকান্দীপুর গ্রামের হিমু(২২) ও রহমতগঞ্জের মসিউল আলম(৩৫) ।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন টেস্টে(RAT) ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।