উল্লাপাড়া

উল্লাপাড়ায় বিশ্ব মৌমাছি দিবস পালিত ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ  ঃ

“মৌমাছি যেখানে যায়, কৃষজ ফলন সেখানে বেড়ে যায় ” জাতীয় সম্পদ মৌমাছি একে আমরা রক্ষা করি। 

  • এ শ্লোগানকে সামনে রেখে  উল্লাপাড়ায়
    বিশ্ব মৌমাছি দিবস পালন করা হয়েছে। এ দিবস  উদযাপন উপলক্ষ্যে  সিরাজগঞ্জ জেলা মৌমাছি কল্যান সমিতি এক শোভাযাত্রার আয়োজন করে।

শনিবার (১৭ আগস্ট) সকালে  ওই শোভাযাত্রার  প্রধান অতিথি হিসেবে নেতৃত্বদেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান  শফিকুল ইসলাম শফি সহ মৌমাছি চাষীরা, কৃষক,  ও এলাকার  বিভিন্ন পেশাজীবিদের অনেকেই  উপস্থিত ছিলেন।