উল্লাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু
০৫ সেপ্টেম্বর বুধবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে
বিদ্যুৎপৃষ্ট হয়ে শেখ ফরিদ (২১) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
শেখ ফরিদ ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ব্যাটালিয়নের সৈনিক হিসেবে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, প্রায় তিন বছর আগে সেনাবাহিনীতে নিয়োগ পান ফরিদ। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে বাড়িতে গাছ কাটছিলেন তিনি। এ সময় ওই গাছের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ট হন ফরিদ। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।