উল্লাপাড়ায় বাল্য বিয়ে নিবন্ধন করায় কাজীর ৬ মাসের কারাদন্ড
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাল্য বিয়ে নিবন্ধন করায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজী মোঃ রেজাউল করিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ জরিমানার টাকা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডরে আদেশ দেওয়া হয়েছে ৷
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বৃহস্পতিবার রাত আটটায় ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করেন ।
উপজেলা নির্বাহী কার্যালয় থেকে জানা যায় , উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজী মোঃ রেজাউল করিম তার উপজেলার চড়িমাড়ি বাজারের চেন্বারে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া গ্রামের মোঃ বাবুল হোসেনের ১৪ বছরের কিশোরী কন্যা বিউটি খাতুনের বিয়ে নিবন্ধন ( রেজিষ্ট্রেশন ) করানো হয় । বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রথমে উধুনিয়া গ্রামে কিশোরী বিউটির বাড়িতে যান । সেখানে বিউটি ও বিউটির ফুফুর কাছ থেকে নিবন্ধনের বিষয়ে জানেন এবং বিউটি ও তার ফুফুকে নিয়ে ঘটনা স্থলে আসেন এবং কাজীর কাছ থেকে নিবন্ধন বহি নিয়ে যাচাই-বাছাই করে বাল্য বিয়ের নিবন্ধন করার প্রমান পায় । পরে কাজীকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাহী মোঃ রেজাউল করিমকে ৬ মাসের বনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন ।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন বালাম বই যাচাই করে বাল্য বিয়ে নিবন্ধন করার প্রমাণ পাওয়া যায় তাকে সাজা দেয়া হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৩/০৯/২০২২