উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়নে চাঁনঘাট চন্ডিকা নদীতে ভাসমান বিদ্যাপীঠ ব্র্যাক শিক্ষা
আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়নের সিমলা মোড়দহ চাঁনঘাট চন্ডিকা নদীতে ব্র্যাক শিক্ষাতরী নামক বিদ্যাপিঠে শিক্ষায় অভুতপূর্ব সাফল্যে অর্জন করছে। বিগত ৫ বছর যাবত এই পাঠ্যক্রম পরিচালিত হওয়ায় পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনের জন্য শিশু শিক্ষার্থীদের ব্যাপক প্রস্তুুত করে গড়ে তোলা হচ্ছে। ৬০ জন শিক্ষার্থীকে ২ ভাগে বিভক্ত করে সকাল সাড়ে ৮ হতে বিকেল সাড়ে ৫ পর্যন্ত পাঠদান করানো হয়। পি এস সি তে প্রথম ব্যাচ ২৬ জন শিক্ষার্থীকে পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুুতি মূলক ভাবে পাঠ দান করানো হচ্ছে । ব্র্যাক শিক্ষা তরীর মাঝি সুনিল চন্দ্র বাদ্যকার ও আলতাব হোসেন তালুকদার। শিক্ষা উপকরণ সহ শিক্ষিকা সহ মাঝি মাল্লার বেতন ব্র্যাক শিক্ষা কার্যক্রম থেকে প্রদান করা হয়। ভাসমান ব্রাক শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে জলাবদ্ধ প্রত্যন্ত এলাকার শিশুদের মানসম্মত শিক্ষাদানের জন্য ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ ‘শিক্ষাতরী’ (বোট স্কুল) আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। শিক্ষাতরী উদ্যোগটি স্বীকৃতি পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটি মৌসুমি বন্যা ও জলাবদ্ধতায় প্রত্যন্ত অঞ্চলের শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করে।