উল্লাপাড়া

উল্লাপাড়ায় বজ্রপাতে স্কুল ছাত্র সহ ২ জন নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার সাড়ে ৪ টার দিকে বজ্রপাতে নবম শ্রেণির এক স্কুল ছাত্র সহ ২ জন নিহত হয়েছে ।


জানা যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগিদঘল গ্রামের মাঠে ধান কাটতে যায় ফরিদুল ইসলাম নামের এক কিশোর । বিকেল সাড়ে ৪ টার দিকে পশ্চিম দিক থেকে মেঘ উঠে আসা দেখে ফরিদুল মাঠ থেকে বাড়ির দিকে রওনা দেয় । পথেই আগদিঘল গ্রামের মাঠেই বজ্রপাতে তার মৃত্যু হয় ।


ফরিদুল ইসলাম উধুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের মোঃ শাহেদ আলীর ছেলে । ইউপি সদস্য মোঃ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন ।
অপর জন সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) বিকেলে বজ্রপাতে নিহত হয়েছে । সে বাড়ীর পাশের ধরাইল বিলে হাঁস আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু ঘটে। বিষয়টি সলঙ্গার ইউপি সদস্য শাহ আলম তথ্য নিশ্চিত করেছেন ।