উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নে বজ্রপাতে খলিলুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
২২ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ব্রহ্মকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খলিলুর ওই গ্রামের বাসিন্দা।
বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু এ তথ্য জানান, দুপুরে বাড়ির পাশে নিজের জমির ধান কাটছিলেন খলিলুর। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।