উল্লাপাড়া

উল্লাপাড়ায় প্রায়াত এইচটি ইমামের ৮৩ তম জম্ম বার্ষিকী পালিত

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

উল্লাপাড়ায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এইচটি ইমামের ৮৩ তম জম্ম বার্ষিকী পালিত হয়েছে ।
শনিবার বাদ যহোর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

স্মরণ সভায় উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়ষাল কাদের রুমির সভাপতিত্বে বক্তারা এইচটি ইমামের জীবন, কর্ম, মহান মুক্তিযুদ্ধের অবদান ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পূণঃ গঠনে অসামান্য অবদানের কথা তাদের বক্তৃতায় তুলে ধরেন।
সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ হাসান রিটু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার ও এইচটি ইমাম পরিবারের সদস্য তার ভাতিজা খাঁন সুলতান হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
১৫. ০১. ২০২২ ইং ।