উল্লাপাড়া

উল্লাপাড়ায় পিতার হাতে ৩ মাসের শিশু হত্যা ঘাতক পিতা আটক

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে নেশাগ্রস্ত পিতার আছাড়ে রাইসা নামের ৩ মাসের এক শিশু কন্যা হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে সলঙ্গা থানা পুলিশ ঘাতক পিতাকে আটক করেছে ।

পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সাথে প্রায় ৩ বছর পুর্বে পার্শবর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। মাদকাশক্ত রঞ্জু মিয়া নেশার টাকা জোগার করতে সে বার বার স্ত্রীর কাছে যৌতুকের টাকার চাপ দেয়ায় স্বামী স্ত্রীর মধ্যে প্রাই কলহ হয় । এক পর্যায়ে গর্ভবতী অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যায় এবং একটি কন্য সন্তান প্রসব করেন।
সন্তানের বয়স ৩ মাস হলে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে গত মঙ্গলবার রাতে জান্নাতিকে শিশু সন্তানসহ রঞ্জু তার নিজ বাড়িতে নিয়ে আসে। বুধবার দুপুরে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যায়।

এ সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে পা দ্বারা লাথি মারে। এতে ঘটনাস্থালেই শিশু রাইসা মারা যায়।

ঘটনার পর পরই রাইসার বাবা রঞ্জু মিয়া পালিয়ে যায়। পরে গ্রামবাসী সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সন্ধ্যায় ঘটনার স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । রাত্রেই পার্শ্ববর্তী গ্রামে অভিযান চালিয়ে রাইশার ঘাতক পিতা রঞ্জু মিয়াকে আটক করেছে৷।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী জানান,শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

৩০/০৩/২০২২