উল্লাপাড়া

উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের ড্রেন মাটি ফেলে বন্ধ করে রাস্তা নির্মানের অভিযোগ

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী জায়গা দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন মাটি ফেলে বন্ধ করে দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে ।
উল্লাপাড়া পৌরসভার মুল শহরের উল্লাপাড়া পোস্ট অফিসের পশ্চিম পাশের খালে মুল শহরের পানি ড্রেনের মাধ্যমে নিষ্কাশন করা হয় । ওই স্থানে বহুতল ভবন নির্মাণ করার জন্য এক বছর আগে খালের কিছু অংশ মাটি ফেলে ভরাট করা হয় ৷ রাস্তা না থাকায় খাল ভরাটের সময় উপজেলা স্বাস্থ্য বিভাগকে ম্যানেজ করে উপজেলা স্বাস্থ্য উপকেন্দ্রের ভীতর দিয়ে ট্রাক যোগে মাটি নিয়ে খালটির কিছু অংশ ভরাট করা হয় । ওই ভরাট জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য ২২ আক্টোবর/২০২২ তারিখ শনিবার উল্লাপাড়া পোস্ট অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাঝখানে সরকারী জায়গা দিয়ে মুল শহরের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেন মাটি ফেলে বন্ধ করে রাস্তা নির্মাণ করছে উল্লাপাড়া মেডিকেল হলের ব্যবসায়ীক অংশিদার মোঃ ইসমাইল হোসেন । ড্রেনের উপর অবস্থিত একটি টোং দোকান ঘরও সরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।
টোং দোকানদার মোঃ মতিয়ার জানান শনিবার সকালে ইসমাইল হোসেনের লোকজন এসে জোর করে তার দোকান ঘরটি অন্য জায়গায় সরিয়ে দিয়ে সে ড্রেনে মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেকেল হলের ব্যবসায়ীক অংশিদার মোঃ ইসমাইল হোসেনের মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি ব্যস্তোতার কথা বলে পরে কথা বলবেন বলে মুঠো ফোনের সংযোগ কেটে দেন ।
এ ব্যাপারে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান পৌরসভার মাঝে কোনো ড্রেন বন্ধ করে দিয়ে রাস্তা নির্মাণ করা কারও একতিয়ার নেই । বহুতল ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য পৌরসভায় জমা দিয়েছেন কিন্তু রাস্তা না থাকায় তা অনুমোদোন দেয়া হয়নি ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মাটি ফেলা বন্ধ করে দেয়া হয়েছে । তবে তারা মজবুত করে ড্রেন নির্মান করে খালের সাথে সংযোগ করে দিয়ে তার উপর দিয়ে রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২২/১০/২০২২