উল্লাপাড়া

উল্লাপাড়ায় নৌকার প্রার্থীর হুন্ডায় বিদ্রোহী প্রার্থীর অঙ্গনিসংযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৌকার প্রার্থীর হুন্ডায় অঙ্গনিসংযোগ করেছে বিদ্রোহী হুন্ডা প্রতিকের প্রার্থী মোঃ আবু হানিফের সমর্থকরা । ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আফার গ্রামের ব্রীজের পূর্ব পার্শ্বে । এ ঘটনায় হুন্ডা প্রতিকের ১০ জন সমর্থকের বিরুদ্ধে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন । আসামীরা হলেন- মোঃ সাইফুজ্জামান সাগর(৩২), মোঃ আরিফুল ইসলাম (৩০), মোঃ মুকুল হোসেন (৪০), মোঃ আব্দুল মোমিন(৩০),মোঃ আব্দুর রাজ্জাক (৪০), মোঃ আব্দুল লতিফ (৪০), মোঃ মেহেদী হাসান মুন্না(৩৫), মোঃ রফিকুল ইসলাম রফেত(৪০), মোঃ আল আমিন(৩৫) ও মোঃ রাসেল আহম্মেদ বিপ্লব(২৬) ।
মামলার অভিযোগ থেকে জানা যায়- আওয়ামী লীগের নৌকার পার্থী বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল রানার নির্বাচনী প্রচারনার কাজে তার দুই সমর্থক খাইরুল ইসলাম ও শৈসব আহম্মদ হুন্ডা যোগে বিনায়েকপুর গ্রামে যাওয়ার পথে আফার ব্রীজের পূর্ব পার্শ্বে পৌছালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ১০/১২ জন লোক তাদের গতিরোধ করে থামিয়ে মারধর করে এবং পরে পেট্রোল ডেলে তাদের ব্যবহৃত হুন্ডায় মেজের কাঠি জ্বালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় । পরে তাদের মারধর করে তারিয়ে দেয় ।

এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী হুন্ডা প্রতিকের মোঃ আবু হানিফ এর সাথে তার মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান শুনেছি একটি হুন্ডায় অঙ্গনিসংযোগ করা হয়েছে এবং আমার কর্মীদের বিরুদ্ধে মিথা হুন্ডা পুড়ানো মামলা দেওয়া হয়েছে । পরে জানতে পেরেছি রবিবার রাত সাড়ে ১০ টার দিকে নৌকার পার্থী মোঃ সোহেল রানা বাঙ্গালা থেকে বিনায়েকপুর যাওয়ার পথে আফার ব্রীজের পূর্ব পার্শ্বে নিজেই হুন্ডায় অঙ্গনিসংযোগ করে পুড়িয়ে দিয়ে আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে । আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ করছি ।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বলেন হুন্ডা পুড়নো বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে । আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ