উল্লাপাড়ায় নতুন সাজে আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নতুন সাজে, নতুন রুপে, উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে । জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এমপি এর নিজস্ব অর্থায়নে, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় নান্দনিক রুপে সংস্কার করা হয় ।
শুক্রবার বেলা ১১ টায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ওই আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, আরিফ বিন হাবিব, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৭/০৬/২০২২