উল্লাপাড়া

উল্লাপাড়ায় দ্বাদশ গ্রন্থমেলায় “একাত্তরের সেই আমি” বইয়ের মোড়ক উন্মোচন

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বাদশ গ্রন্থমেলায় “একাত্তরের সেই আমি” বইয়ের মোড়ক উন্মোচন করলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম । তিনি সোমবার রাত ৮ টায় উল্লাপাড়া উপজেলা চত্বরে দ্বাদশ গ্রন্থমেলায় ওই বইয়ের মোড়ক উন্মোচন করেন ।
লেখক “একাত্তরের সেই আমি” বইটিতে ১৯৭১ সালের রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার সীমান্তবর্তী এলাকায় নিজের যুদ্ধকাহিনী নিপুন হাতে তুলে ধরেছেন । মুক্তিযুদ্ধের সেই আমি বইটি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে অনুপ্রানিত করবে। সেই সাথে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে বইটি সহায়ক হবে।
বইয়ের লেখক- সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময় নিজের রনাঙ্গনের খন্ড খন্ড রোমহর্ষক লড়াইয়ের কাহিনী নিয়ে বই লেখার ইচ্চা ছিল অনেক দিন আগের। শেষ পর্যন্ত বইটি লিখতে পারায় এবং উল্লাপাড়ায় দ্বাদশ গ্রন্থমেলায় এর মোড়ক উন্মোচিত হওয়ায় তার প্রত্যাশা পূরণ হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারী “আট আনায় জীবনের আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরেও উল্লাপাড়ায় শুরু হয়েছে দ্বাদশ গ্রন্থমেলা। সোমবার সকালে ফিতা কেটে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২২/০২/২০২২