উল্লাপাড়ায় ড্রাইভিং শেখার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলমাঠে ড্রাইভিং শেখার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফ হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারুফ বোয়ালিয়া উত্তরপাড়া এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে ও ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, বোয়ালিয়া চান্দেরপাড়া গ্রামের আরিফুল নামে এক ট্রাক হেলপার একা একাই ওই স্কুলমাঠে ট্রাক ড্রাইভিং শিখছিলেন। এ সময় মাঠে খেলতে থাকা ছাত্র মারুফকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই ট্রাকটিকে আটক করা হয়েছে । তবে হেলপার আরিফুল পলাতক রয়েছে। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা, মেয়রের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।