উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ৯জনের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বরযাত্রীবাহী এক মাইক্রোবাসে পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় বর-কনেসহ ৯ জনের মৃত্যু ও কমপক্ষে ৩জন আহত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উল্লাপাড়া থানার পঞ্চক্রোশীতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনে নিয়ে সদর উপজেলার কান্দাপাড়ায় যাচ্ছিল। ওই বরযাত্রীবহরে দুটো মাইক্রোবাস ছিল। প্রথম মাইক্রোবাসে ছিলেন বর-কনে, বরের বোন, বোনের স্বামী, মেয়েপক্ষের এক আত্মীয়। বরযাত্রী বহরে থাকা অপর মাইক্রোবাসটি পেছনে ছিল। সামনের মাইক্রোবাসটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে এ সময় ট্রেনের ধাক্কা লাগে।
মৃতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন বর মো. রাজন, কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫) ও তার ছেলে আজম (২২), চালক স্বাধীন (২৮)। মাইক্রোবাসের চালক কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু শেখের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি কৌশিক দেওয়ান জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
নিহতদের মধ্যে পুরুষ ছয়জন, নারী দুইজন ও শিশু একজন, যাদের মধ্যে দুইজন বর-কনে।