উল্লাপাড়া

উল্লাপাড়ায় জামায়াত-বিএনপির সন্ত্রসীর হামলায় গুরুতর আহত

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে বুধবার রাত ৯ টার দিকে পৌর শহরের সেরাজ সুপার মার্কেট এর কাছে জামাত- বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে । এর প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ- আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার ১২ টার দিকে গুলিস্থান চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ৷
প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ ৷

উপজেলা ছাত্রলীগ আয়োজনে প্রায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতা কর্মীগণসহ উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ অংশ নেন ৷ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে হামলা চালিয়ে আহত করার ঘটনায় মডেল থানায় তার ভাই আল আমিন সরকার বাদী হয়ে ২৫ জনকে আসামী ও অজ্ঞাত আরো ২ শত আসামী উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৮/০৪/২০২২