উল্লাপাড়া

উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন তানভীর ইমাম এমপি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ – ২০২১ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌর শহরের ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে তানভীর ইমাম এমপি শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। নিয়মিত কৃমি নাশক খাই, রোগ বালাই ও স্বাস্থ্য ঝুঁকি কমাই। স্বাস্থ্যই সকল সুখের মুল। সুস্থ ও সবল দেহের অধিকারী হলে, যে কোন যুদ্ধ জয় করা যায়। তাই আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি, সুন্দর জীবন গড়ে তুলি। অনুষ্ঠানে এ সময় কয়েকজন শিশুকে ডাক্তারী পোশাক পড়িয়ে আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে তানভীর ইমাম এমপি “এসো সুস্থ থাকি, সুন্দর জীবন গড়ি” শিরোনামে একটি গল্প শোনান।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, এমপি মহোদয়ের একান্ত সহকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুল হক ও ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম আব্দুর রাজ্জাক প্রমুখ ।