উল্লাপাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । রবিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে । তিনি উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া গ্রমের মৃত রোস্তম আলী প্রামানিকের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭ টার দিকে ফারুক হোসেন তার বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটার সময় কাটা ডালটি গিয়ে বিদ্যুৎ লাইনের উপর পড়ে তার শরীর বিদ্যুৎ স্পর্শে এলে ফারুক হোসেন গাছের উপরেই মারা যায় । মৃত্যুর পর তিনি ওই গাছের সঙ্গেই ঝুলে ছিলো । পরে খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা গাছ থেকে ফারুক হোসেনের লাশ মাটিতে নামায় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৯/১০/২০২২