উল্লাপাড়া

উল্লাপাড়ায় গরু বোঝাই নছিমন উল্টে এক জন নিহত, আহত-৩

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

শুক্রবার রাত ৮টার দিকে উল্লাপাড়া-কামারখন্দ আঞ্চলিক সড়কে কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের পাশে গরুবাহী নছিমন উল্টে গিয়ে আলহাজ্ব উদ্দিন(২৮) নামের নছিমন যাত্রী নিহত ও চালকসহ আরও ৩জন আহত হন।
নিহত আলহাজ্ব উদ্দিন (২৮) উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের আবু তালেব খোকার ছেলে এবং পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন৷ আহতরা হলেন একই গ্রামের নছিমন চালক মোকছেদ আলী(৩২), কামরুল ইসলাম কমল(৫০) ও আলম হোসেন(৩৫) ।

আহতদের মধ্যে নছিমন চালক মোকছেদ আলীকে (৩২) গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এবং কামরুল ইসলাম কোমল (৫০) ও আলম হোসেন (৩৫)কে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে গরু কিনে নছিমনে করে একটি গরু কামারখোন্দ উপজেলার শাহবাজপুরে নামিয়ে দিয়ে ফেরার পথে তারা এ দুর্ঘটনায় কবলিত হয় ।

স্থানীয়রা জানান, নছিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উক্ত স্থানে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় নছিমনের যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে। পার্শ্ববর্তী লোকজন দ্রুত এসে নছিমনটি সরিয়ে নিচেপড়া লোকজনকে বের করে। তবে গরুগুলো অক্ষত রয়েছে ।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গরুগুলোকে স্ব-স্ব মালিকদের বাড়িতে পৌছিয়ে দেওয়া হয়েছে।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১১/০৬/২০২২