উল্লাপাড়া

উল্লাপাড়ায় ক্লাস ফাকি দিয়ে ইউপি নির্বাচনী মাঠে আঃ লীগের মনোনয়ন প্রত্যাশী সরকারি শিক্ষক

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্লাস ফাকি দিয়ে ইউপি নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবু হানিফ । আবু হানিফ ছাড়াও ইউপি নির্বাচনে উপজেলায় আরো ৭৫ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন । এরা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেত্রীত্ব দিচ্ছেন ।

তৃতীয় ধাপে উল্লাপাড়ার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়নের নির্বাচনী তফশিল আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে এবং তবে অপর বড়হর ইউনিয়নের নির্বাচন ২০২২ সালে হবে বলেও জানানো হয় ।

সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন । এরা নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় ও সভা-সমাবেশ করছে । সাধারণ জনগণের সাথে ছালাম শুভেচ্ছা বিনিময় করছেন এবং ভোটাদের কাছে টানার চেষ্টা করছেন । সেই সাথে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবড়িয়া সরকারী প্রাথমীক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফ বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইতিমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফির ছবি সহ নিজের ছবি সম্মিলিত পোস্টার বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাগিয়ে দিয়েছেন । তিনি দীর্ঘ ২৪ বছর বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ।

এ বিষয়ে আবু হানিফ বলেন তিনি গত ১৯৮১ সালে আওয়ামী ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে জড়িত হন। সে থেকেই ছাত্রলীগ , যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হয়ে বিভিন্ন পদে ছিলেন। গত ১৯৯৭ সাল থেকে একটানা প্রায় ২৪ বছর বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার চাকুরীর কর্মস্থল পশ্চিম সাতবারিয়া প্রাথমিক বিদ্যালয়টি আগে বেসরকারী থাকার সুবাদে সরাসরি রাজনীতি করতে পেরেছেন। এখন সরকারীকরন হয়েছে। তিনি বলেন আগামী ইউপি নির্বাচনে নিজ ইউনিয়ন বাঙ্গালায় চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এমন ইচ্ছা রেখে অনেক দিন থেকেই মানসিকভাবে চিন্তাভাবনা করে আসছেন । সে চিন্তাভাবনা থেকেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে এলাকায় পোষ্টার লাগিয়েছেন । তিনি দলীয় মনোনয়ন পেলে শিক্ষকতার চাকুরী থেকে পদত্যাগ করবেন । দলীয় মনোনয়ন না পেলেও সতন্ত্র থেকে নির্বাচন করবেন । বিষয়টি মৌখিকভাবে উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে ।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি জানান আওয়ামী লীগ সুসংগঠিত একটি বৃহত্তর দল । এ দলে বহু নেতা-কর্মী ও সমর্থক রয়েছে । তারা দলের মনোনয়ন প্রত্যাশা করতেই পারে । মনোনয়ন দেওয়ার একতিয়ার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার । তিনি যে ভাবে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চাইবেন আমরা উপজেলা আওয়ামী লীগ আমাদের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর মতামতের ভিত্তিতে তালিকা তৈরি করে কেন্দ্রে প্রেরণ করা হবে । মনোনয়ন কাকে দিবেন সেটা দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিবেন ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান আগামী বৃহস্পতিবারে উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের তফশিল ঘোষনা হওয়ার সম্ভবনা রয়েছে । তবে বড়হর ইউনিয়নের নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হবে । তিনি জানান যদি কোনো সরকারি কর্মকর্তা- কর্মচারী ইউপি নির্বাচন করতে চান তাহলে তাকে সরকারি চাকুরী থেকে পদত্যাগ করে মনোনয়ন পত্র তুলতে পাড়বেন ।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন জানান শিক্ষক আবু হানিফ ক্লাস ফাকি দিয়ে নির্বাচন নিয়ে ব্যাস্ত থাকার অভিযোগ পেয়ে তাকে ডাকা হয়েছিলো । তিনি মৌখিকভাবে জানিয়ে গেছেন দু/এক দিনের মধ্যেই চাকুরী থেকে পদত্যাগ করবেন এবং চেয়ারম্যান পদে নির্বাচন করবেন । তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ।