উল্লাপাড়া

উল্লাপাড়ায় কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে বিধিনিষেধ না মানায় জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় দিনে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে ।
সকাল থেকে রাস্তায় দু’একটি রিক্সা-ভ্যান বের হলেও লোক সমাগম একেবারেই কম ছিল । উপজেলার বিভিন্ন সড়কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যদের অভিযান ছিল চোখে পড়ার মতো ।
সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে ৪ শ টাকা জরিমানা করেছেন ।

শনিবার লকডাউনের তৃতীয় দিনে উপজেলা শহর, সড়ক ও মহাসড়কে লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে । উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উপজেলা শহর ও প্রত্যান্ত অঞ্চলে তাদের নিয়মিত যৌথ টহল দিচ্ছেন । উপজেলা সহকরী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর নেতৃত্বে উপজেলার হাটিকুমরুল, হরিণচরা, দবিরগঞ্জ, কুচিয়ামোড়া, বাঙ্গালা, ধামাইকান্দী ও পূর্ণিমাগাঁতী বাজারের দোকানপাট বন্ধ ও জনসাধারণকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান । আইন শৃংখলা বাহিনীর সদস্যরা এ সময় সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন এবং দিনমজুর, দরিদ্র ও অসহায় মানষের মধ্যে তারা মাস্ক বিতরণ করেন ।
স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার বিভিন্ন স্থানে তিন ব্যক্তিকে জরিমানা করেন । তারা হলেন- উপজেলার চরিয়াশিখা মধ্যপাড়া গ্রামের ঝন্টু (৩২), কুচিয়ামারা গ্রামের জাহিদুল (৩৮), বাঙ্গালা গ্রামের তরিকুল ইসলাম (২২)।

উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন জানান, করোনা মহামারিতে সরকার ঘোষিত লকডাউন উপজেলার সর্বত্র বাস্তবায়নের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।