উল্লাপাড়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামী ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু’টি মামলায় সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী খাদেমুল ইসলামকে ধরতে গিয়ে পুলিশ সদস্য মোঃ রায়হান আলী আহত হয়েছে । এ বিষয়টি নিয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহীম বাদী হয়ে খাদেমুলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে । খাদেমুলকে গ্রেফতার করা হয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহীম জানান রবিবার রাতে উপজেলার ব্রক্ষ্মকপালিয়া গ্রামে দুটি মামলায় সাজা প্রাপ্ত আসামী খাদেমুল ইসলামকে ধরতে তার বাড়ি ঘেরাও করা হয় । এ সময় খাদেমুল ধারালো অস্ত্র হাতে নিয়ে এসে পুলিশের উপর হামলা করে। এতে পুলিশ সদস্য মোঃ রায়হান আলী আহত হয় । সংগে সংগে রায়হানকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাডপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় । এ ঘটনায় খাদেমুলও আহত হয় । তাকে গ্রেফতার করে চিকিৎসা শেষে মঙ্গলবার আদালোতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে । খাদেমুল ইসলাম উপজেলার ব্রক্ষ্মকপালিয়া গ্রামের কাশেম সরকারের ছেলে ।