উল্লাপাড়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অধিনে উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভবন ও সীমানা প্রাচীর নির্মান কাজ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা ও খোয়া, বালু এবং সিমেন্টের যথাযথ অনুপাতে ব্যবহার না করায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, জেলা স্নাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর তার দপ্তরের স্বারক নম্বর-৬৩৬, তাং ১৫ মে এর মাধ্যমে একটি অভিযোগ পত্র প্রেরন করেছে । অভিযোগ পত্র থেকে জানা যায়, উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন কালে কেন্দ্রের নির্মাণাধীন সিমানা প্রাচীরের কাজ সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় সীমানা প্রাচীরে ব্যবহারিত ইট ও ভীমে ব্যবহারিত খোয়া নিম্নমানের ।
এ ছারাও ভীমে ব্যবহারিত খোয়া, বালু ও সিমেন্টের যথাযথ অনুপাতে মেশানো হয়নি । উল্লাপাড়া উপজেলায় জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের যে সকল কাজ চলমান রয়েছে সে সব কাজে সঠিক তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে । এ ছাড়াও উল্লাপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবন ও সীমানা প্রাচীর নির্মানে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে এবং খোয়া, বালু ও সিমেন্টের ব্যবহার যথাযথ অনুপাতে মেশানো হচ্ছে না । নির্মান কাজের গুনগত মান নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে । এ ব্যাপরে জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আল মোমেন জানান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে তা পরিবর্তন করে দেওয়া হবে । যেগুলো ভীম ও সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে সে গুলোর কি ব্যবস্থা নিবেন প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেয়নি । উল্লাপাড়া উপজেলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভবন ও সীমানা প্রচীর নির্মানে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে এবং খোয়া, বালু ও সিমেন্টের ব্যবহার যথাযথ অনুপাতে মেশানো হচ্ছে না এ মর্মে সংশ্লিষ্ট বিভাগকে মৌখিকভাবে ও অন্যগুলোর বিষয়ে পত্রের মাধ্যমে জানান হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান ।