উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার অপসারণ দাবিতে স্বাস্থ্য কর্মীদের আন্দোলন অফিস কক্ষে তালা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ (ইউএইচএফপিও) ডাঃ আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মাঠকর্মী ও অফিস কর্মচারীরা বুধবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে অফিস চত্বরে আন্দোলন শুরু করেছেন।
বৃহস্পতিবার তাদের কর্মসূচির দ্বিতীয় দিনে ডাঃ আনোয়ারের অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এর আগে এই কর্মকতার্র বিরুদ্ধে দূর্ণীতি, অনিয়ম ও চরিত্রহীনতার অভিযোগ এনে স্বাস্থ্য কর্মীরা মানবন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ শরিফুল ইসলাম, হিসাব সহকারী আব্দুল খালেক, সেকমো লুৎফর রহমান, সিএইচসিপি’র নেতা আশরাফুজ্জামান তাছু, স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, কে এম সেরাজুম খালেকিন ও মোছাঃ মিনা খাতুন।
বক্তাগণ ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে অসদাচারণ, ঘুষ ও দূর্নীতির অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণের জন্য স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকতার্দের প্রতি দাবি জানান। এদিকে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর(সিএইচসিপি) সঙ্গে তার অশ্লীল নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় উল্লাপাড়ায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় ডাঃ আনোয়ারের ওই অশ্লীল নৃত্যের ভিডিও’র ছবিটি পোস্টার করে গোটা হাসপাতাল চত্বরে সেঁটে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আনোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে জানান, তার অফিসের কিছু কর্মীদের দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় কর্মীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আন্দোলন শুরু করেছেন। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের চলমান আন্দোলন কর্মসূচীর ঘটনায় সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে ডেপুটি সিভিল সার্জন মুহাম্মাদ শামছুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ডেপুটি সির্ভিল সার্জন গণমাধ্যম কর্মীদেরকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ আনোয়ারের বিরুদ্ধে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগ তদন্ত করে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে তারা প্রতিবেদন দেবেন।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ