উল্লাপাড়া

উল্লাপাড়ায় ইউ পি সদস্য ফরিদুলের গলা কাটা লাশ উদ্ধার

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি সদস্য ফরিদুল ইসলাম(৫৫) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ । সে নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং শুঁকাস ইউনিয়ন পরিষদের সদস্য ।
বুধবার সকালে উল্লাপাড়ার উপজেলার হাটিকুমুমরুল ইউনিয়নের নগরবাড়ি-বগুড়া মহা-সড়কের পাঠধারী গ্রামের মহা-সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা । পরে এলাকাবাসী থানায় খবর দিলে সলঙ্গা থানা পুলিশ সড়কের পাশ থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনার স্বল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে । সে নাটোর জেলার সিংড়া উপজেলার শুঁকাস ইউনিয়ন পরিষদের সদস্য এবং বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৯/১০/২০২২