উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মানব বন্ধনে দাড়ালেন উপজেলা চেয়ারম্যান
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সংর্ঘষের ঘটনায় সতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়িয়ে বিচারদাবী করে বক্তব্য দিয়েছেন উপজেলার আওয়ামী লীগের সহ- সভাপতি, সাবেক এমপি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ শফিকুল ইসলাম শফি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে থানা মোড়ে শহীদ মিনার চত্বরে তিনি মানব বন্ধনে দাড়িয়ে বক্তব্য দেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতা- কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে । দলীয় নেতার এমন বক্তব্যের বিষয়টি লিখিত ভাবে জেলা আওয়ামী লীগকে জানানো হবে বলে উপজেলা আওয়ামী লীগ বিষয়টি জানিয়েছেন ।
জানা যায়,উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন এর বিরুদ্ধে বুধবার একই ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম তাকে সহ তার কর্মী সমর্থকদের উপর হামলা মারধরের অভিযোগ তুলে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ওইদিন রাতেই থানায় খোরশেদ আলম ও তার সমর্থক বাদী হয়ে পৃথক মামলা দায়ের করে।
একই অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উল্লাপাড়া মডেল থানা মোড়ে শহীদ মিনার চত্বরে সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্বা খোরশেদ আলম মুক্তিযোদ্বাদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন । এ মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলার আওয়ামী লীগের সহ- সভাপতি, সাবেক এমপি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ শফিকুল ইসলাম শফি। এসময় তিনি সাংবাদিকদের সামনে নৌকা প্রতিকের প্রার্থী হেলাল উদ্দিনের হামলা ও মারপিটের বিচার দাবী করে বক্তব্য দেন। আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানে এমন বক্তব্যে বিব্রত উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা- কর্মীরা।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি বলেন তিনি নৌকা বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি । একজন মুক্তিযোদ্ধা হিসেবে আর একজন মুক্তিযোদ্ধাকে মারার প্রতিবাদ করেছি, তবে কারো নাম উল্লেখ্য করে বক্তব্য দেওয়া হয়নি ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, বিষয়টি দুঃখজনক । তিনি আওয়ামী লীগের সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে মানববন্ধনে দাড়িয়ে নৌকার পার্থীর বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিতে পারেন না । এ বিষয়টি জেলা আওয়ামী লীগের কাছে লিখিত ভাবে জানানো হবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০১৭৮৪৪৫১৬১৬
১৯/১১/২০২১