উল্লাপাড়ায় আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে মুজিব বর্ষের উৎসব কে বাড়িয়ে দিয়ে ভিন্ন ধর্মীয় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার।
এই ক্রীড়া প্রতিযোগিতা আল-আমিন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদ হোসেন ,শ্রমিক লীগের আহবায়ক মোঃ আব্দুস সামাদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিন ভূঁইয়া, যুবলীগের আহ্বায়ক মানসুর, ছাত্রলীগের সভাপতি আল আমিন,সহ অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান শিক্ষার্থীদের মাঝে মুজিব বর্ষের উৎসব কে বাড়িয়ে দিতে এই আয়োজন করা হয় । তিনি আরো জানান শিক্ষার্থীদের মাঝে যেন মুজিব চেতনা ও আদর্শের বিকাশ ঘটে এজন্য আমরা পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ থেকে দুমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।