উল্লাপাড়ায় অসহায় পরিবারের মাঝে পাকাঁঘর ও স্বাস্থ্যকর স্যানিটারি ল্যাট্রিন তৈরির উপকরণ বিতরণ
উল্লাপাড়ায় ২৪ টি অসহায় পরিবারের মাঝে ঘর তৈরির উপকরণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।
শনিববার সকালে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে ২৪ টি হতদারিদ্র্য পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর আশ্রয়ণ তহবিলের পাকাঁঘর ও স্বাস্থ্যকর স্যানিটারি ল্যাট্রিন তৈরির উপকরণ
ঢেউটিন, ইট,বালি, সিমেন্ট, কাঠ,সিমেন্টের খুটি ও স্যানিটারি ল্যাট্রিন তৈরির উপকর বিতরণ করেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ, এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য এম,জি,আর পাশান, আব্দুস ছামাদ, হামিদুর ইসলাম সহ স্থানীয় গম্যমান ব্যক্তি বর্গ।
পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান আমি নিজেই খোঁজখবর নিয়ে সমাজে যারা অসহায় মানুষ তাদের মাঝে এই ঘর তৈরির ১ লক্ষ টাকার উপকরণ বিতরণ করা হয় ।