উল্লাপাড়ার যুবক অপহরণ -ঢাকায়
বুধবার ঢাকায় বনশ্রী থেকে টঙ্গি নতুন বাজার যাওয়ার পথে আজিম উদ্দিন (৩৫) নামে এক যুবক কে অপহরণ করেছে দুর্বৃত্তরা।সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মটিকোড়া গ্রামের ইয়াছিন প্রামাণিকের ছেলে।
অপহৃত আজিম উদ্দিনের স্বজন অধ্যাপক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কাজের উদ্দেশ্যে আজ দুপুরে বনশ্রী থেকে টঙ্গি নতুন বাজার যাওয়ার পথে কে বা কারা তাকে অপহরণ করেছে।আজিম ঢাকায় রাজমিস্ত্রির কাজ করত বলে জানান ।
নিচের এই নাম্বারগুলো থেকে ফোন করে মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা ০১৯৭১০১৫৬৯৮, ০১৯০৮৭৭৯০২৫, ০১৯০৮৭৭৯০২৬
আপহরণকারীরা প্রথমমে পরিবারের লোকজনকে ফোন দিয়ে বলে আজিমের একসিডেন্ট হয়েছে, সে হাসপাতালে ভর্তি আছে চিকিৎসার জন্য ৪ হাজার টাকা লাগবে দ্রুত বিকাশ করে পাঠিয়ে দিন। আবার ফোন দিয়ে বলে ৮ হাজার টাকা দিতে হবে। সবশেষে বলে ৩০ হাজার টাকা না দিলে আজিমকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
জাহিদুল ইসলাম আরো জানান, এব্যাপারে ঢাকার বাড্ডা থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।