উল্লাপাড়া

উল্লাপাড়ার বিএনপি’র সাবেক সভাপতি সাবেক পৌরমেয়র বেল্লাল হোসেনকে জেলহাজতে প্রেরন

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে নাশকতার একটি মামলায় বিএনপি নেতা বেলাল হোসেন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচার ফাহমিদা কাদের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।