উল্লাপাড়ার নয়নগাঁতী রেলকলোনী থেকে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জজেলার উল্লাপাড়া উপজেলার নয়ানগাঁতী রেল কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, ওই উপজেলার নয়ানগাঁতী গ্রামের আয়নাল হক (২১), বড় পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলাম (৩৮), নতুন চাঁদপুর গ্রামের সাগর আলী (২৩)। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল।
সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন, ৪ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।