উল্লাপাড়া

উল্লাপাড়ার চাকসা-চরবর্ধনগাছা দাখিল মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাকসা- চরবর্ধনগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের ও বিদ্যুৎসাহী সদস্য সাহিদুল ইসলাম (হাইদুল) বিরুদ্ধে সরকারি বিধিমালা লঙ্গন করে প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা মূল্যের ৩ টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে । ব্যাপারে সোমবার চাকসা-চরবর্ধনগাছা গ্রামের পক্ষে রহম প্রামানিক উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

জানা যায় উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা- চরবর্ধনগাছা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আবু বক্কার ও বিদ্যুৎসাহী সদস্য মোঃ সাহিদুল ইসলাম মাদ্রাসা ক্যাম্পাসের ও রাস্তা সংলগ্ন ৩ টি বড় শিশু গাছ করোনায় মাদ্রাসা বন্ধ থাকায় এ সুযোগে মাদ্রাসার সুপার ও কমিটির অন্য সদস্যদেরকে না জানিয়ে সরকারি বিধিমালা লঙ্গন করে গাছ ৩টি বিক্রি করে দিয়েছে । ইতিমধ্যে ক্রেতা গাছ ৩টি কেটে নিয়ে গেছে । মাদ্রাসার গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় তিব্র খোপের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সোমবার চাকসা-চরবধনগাছা গ্রামের পক্ষে রহম প্রামানিক উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

এ বিষয় মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল মালেকের নিকট জানতে চাইলে তিনি বলেন, গাছ বিক্রির বিষয়টি সুনেছি সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক ৩টি গাছ বিক্রি করেছেন । গাছ কাটার বিষয় মাদ্রাসা কমিটির বা সুপারের সাথে কোন আলোচনা বা রেজুলেশন করা হয়নি । তিনি সরকারি বিধিমালা লঙ্গন করেছেন।

মাদ্রাসার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, মাদ্রাসার ক্যাম্পাসে মাটি ভরাট করার জন্য ৩টি গাছ ৪ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে । আমার সময়মত রেজুলেশন করে নেবো।

এ বিষয় উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান শিক্ষা প্রতিষ্ঠানের কোনো গাছ বিক্রি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে ৪ সদস্যের একটি কমিটি আছে । ওই কমিটির অনুমতি নিয়ে মাদ্রাসা বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে পারে । ওই কমিটির অনুমতি না থাকলে গাছ বিক্রি বেআইনী বা অবৈধ । এ বিষয়ে সোমবার একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ