উল্লাপাড়া

উল্লাপাড়ার ঘাটিনা ব্রীজ ও পালপাড়ার ফুলজোড় নদী হতে উদ্ধার হওয়া ২ মরদেহের পরিচয় মিলছে

আজিজুররহমান মুন্না সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ ও ঘাটিনা পালপাড়া এলাকায় ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে নিহতদের স্বজনেরা তাদের সনাক্ত করেন। শুক্রবার (০২ নভেম্বর) সকালে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি জানান।

নিহতরা হলেন, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার দরিখরবনা গ্রামের ইউসুব আলীর একমাত্র ছেলে ইসরাফিল (১৮) ও একই জেলার চারঘাট থানার বরকতপুর গ্রামের ইনসাফ আলীর ছেলে রাসেল (৩০)।

এসআই জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার রাতেই নিহতদের পরিবারের লোকজন তাদের সনাক্ত করেছেন। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় ফুলজোড় নদীতে ভাসমান অবস্থায় ওই দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।