উল্লাপাড়া

উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার রাজমান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল রউফকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । সে উপজেলার সদর ইউনিয়নের দড়িপারা গ্রামের মৃত সুজাবত হোসেনের ছেলে ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান মঙ্গলবার রাতে পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । আব্দুর রউফ এর বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় ভাংচুর ও নাশকতা সহ একাধিক মামলা রয়েছে ।