উল্লাপাড়া মডেল মসজিদ ভবন নিমার্নে অনিয়ম ত্রুটির অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্মিয়মান মডেল মসজিদ ও ইসলামিক শিক্ষা কেন্দ্র ভবনের বেজ ও মূল কলাম নিমার্নে ব্যাপক অনিয়ম ও ত্রুটির অভিযোগ আনা হয়েছে।
বেজ ও কলাম নির্মান কাজে ত্রুটির কারণে ৬ টি কলাম আঁকা-বাঁকা এবং গ্রেডভীম ঢালাইয়ের আগেই সবগুলো কলাম হেলে যাওয়ায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান নির্মানাধীন মডেল মসজিদ ভবন পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ।
এ মডেল মসজিদ ভবন নির্মানে ধর্ম মন্ত্রনালয় প্রায় ১১ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৮ শত টাকা বরাদ্দ দিয়েছে । এটি নিমার্ন কাজ বাস্তবায়ন করছে সিরাজগঞ্জ জেলা গণপুর্ত বিভাগ। ভবনটি নিমার্নের দায়িত্ব পেয়েছেন ঢাকার মোহাম্মদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এসএস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। ২০১৯ সালের ১৩ জুন তারিখে এই প্রতিষ্ঠান উল্লাপাড়া উপজেলা শহর থেকে ১ কিলোমিটার পশ্চিমে পাবনা-বগুড়া মহাসড়ক সংলগ্ন পৌর বাস টার্মিনালের কাছে ওই মসজিদ ও ইসলামিক শিক্ষা কেন্দ্রের ভবন নিমার্ণ কাজ শুরু করেন।
গত ৩ বছরে বেজ ঢালাই দিয়ে অর্ধেক কলাম উত্তোলন করে । এর মধ্যে ৬ টি কলাম আঁকা-বাঁকা হয়ে যায় এবং বাকি কলাম গুলো হেলে যায় । সেন্টার পয়েন্ট মিল না থাকায় সেগুলোকে ঢাকার জন্য দ্রুত বালুমাটি দ্বারা সবগুলো কলাম ভরাট করে ফেলে এবং চার পাশে বেজ ঢালাই ও কলাম করার জন্য গর্ত করে রাখে । সম্প্রতি বৃষ্টির করণে কলামের পাশ থেকে বালুমাটি সরে যাওয়ায় আঁকা-বাঁকা ও হেলে যাওয়া অবস্থা বের হয় ।
প্রত্যক্ষদর্শীরা জানায় বেজ ঢালাই এর ত্রুটির কারণে বালুমাটির চাপ পেয়ে গ্রেডভীম ঢালাইয়ের আগেই সবগুলো কলাম হেলে যায় । সম্প্রতি বৃষ্টি কারণে কলামের পাশ থেকে মাটি সরে যাওয়ায় কলামের আঁকা-বাঁকা ও হেলে যাওয়া অবস্থা বের হওয়ায় স্থানীয় জনগনের নজরে আসে।
বিষয়টি মোবাইল ফোনে ধারণ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এলাকা বাসী অবহিত করলে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন মডেল মসজিদ ভবন নির্মান কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক ত্রুটিপূর্ণ কলামগুলো দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন ।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সংশ্লিষ্ট ঠিকাদার মোঃ শাহিনুর ইসলাম তার কাযার্লয়ের লোকজনকে না জানিয়ে কলাম ও ভিত্তির অংশ ঢালাই দিয়ে বালু ভরাট করেন। ফলে প্রাথমিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, তিনি স্থানীয়ভাবে অভিযোগের প্রেক্ষিতে নিমার্নাধীন ভবনটি পরিদর্শন করে এর ঢালাইকৃত কলামগুলো ত্রুটিপূর্ণ দেখতে পেয়েছেন। এ ব্যাপারে তদন্তের জন্য তিনি সিরাজগঞ্জের ডিডিএলজিকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডিডিএলজি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, এখনও তিনি চিঠি পাননি। চিঠি পেলে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেবেন।
এ বিষয়ে ফার্স্ট এসএস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ঠিকাদার মোঃ শাহিনুর ইসলামের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৩/০৩/২০২৩