উল্লাপাড়া বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ !
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া নগরবাড়ি মহাসড়কে যাত্রাবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। মহাসড়কে লেগুনা, সিএনজি, অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বাসে চলাচল করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। যাত্রী চাপ ও বাড়ছে বাসে। এ সুযোগ কে কাজে লাগিয়ে নিয়ম বহির্ভূতভাবে কন্ট্রাক্টর সুপারভাইজার যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। উল্লাপাড়া মালিক সমিতির নির্ধারিত শ্যামলীপাড়া বাসটার্মিনাল থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ১০ টা ভাড়া নির্ধারন থাকলেও বাস কন্ট্রাক্টর সুপারভাইজার ভাড়া নিচ্ছে ২০ টাকা। অতিরিক্ত ভাড়া না দিলে সাধারণ যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। সোমবার সকালে দেখা যায় উল্লাপাড়া রুটের আলা-আমিন পরিবহন (ঢাকা-চ ৩৭৯৬) গাড়িতে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র। যাত্রীরা জানান উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারন করা থাকলেও সেখানে ভাড়া নিচ্ছে ২০ টাকা। এ বিষয়ে গাড়িটির সুপারভাইজারের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি। উল্লাপাড়া বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ জানান শ্যামলীপাড়া-সিরাজগঞ্জ রোডে ভাড়া ১০ টার বেশি নেওয়ার অভিযোগ পেলে মালিক সমিতি থেকে ব্যবস্থা নেওয়া হবে। হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বলেন কোন গাড়ির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে অভিযুক্ত গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।