উল্লাপাড়া

উল্লাপাড়া পৌরসভায় মশা নিধন কার্যক্রম উদ্বোধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

চলছে বসন্তকাল। নেই ঝড় বৃষ্টি, তাই বেড়েছে মশার উৎপাত । গ্রাম থেকে শহরে সন্ধ্যা শুরু থেকেই ঘরে-বাইরে মশার কামরে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে উল্লাপাড়া বাসীর । মশার কামর থেকে পৌর বাসীকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম । তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ হাতে ফগার মেশিন দিয়ে মশা নিধনে টেপসি লিকুইট স্প্রে করে মশা নিধনের কার্যক্রম উদ্বোধন করেন ।

মেয়র এস এম নজরুল ইসলাম এর ওই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী গ্রামের মোঃ সাহেব আলী অনেক আবেগপ্লুত হয়ে এ প্রতিনিধিকে জানান পৌরবাসী মশার কামর থেকে কিছুটাক হলেও রক্ষা পাবে কিন্তু আমরা ইউনিয়ন বাসী ইউনিয়ন পরিষদের কাছ থেকে এ সুবিধা পাওয়ার আশা করি ।

মশা নিধন উদ্বোধন শেষে মেয়র এস এম নজরুল ইসলাম নিজেই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে এর আশেপাশের রাস্তা, ড্রেন, নর্দমাসহ শহরের দোকানের ভিতর স্প্রে করেন । পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে ।

এ সময় তার সংগে ছিলেন পৌরসভার সচিব জনাব মোঃ রফিকুল ইসলাম,কঞ্জারভেন্সি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আলী আহাম্মদ রতন উপস্থিত ছিলেন ।