উল্লাপাড়া দ্বিতীয় ধাপে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার থেকে দ্বিতীয় ধাপে সরাসরি মাঠ পর্যায়ে একযোগে ১৪টি ইউনিয়নের ও ১ টি পৌরসভার কৃষকদের কাছ থেকে সরকারি ধান ক্রয় সংগ্রহ শুরু করা হয়েছে।উপজেলায় দ্বিতীয় ধাপে মোট ১ হাজার ৭ শত ১১ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য বরাদ্দ দিয়েছে সরকার । উল্লাপাড়া উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর পরামর্শে সরকারের বরাদ্দ কৃত ধান ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার কৃষি জমির উপর ভিত্তি করে রেশিও অনুযায়ী ভাগ করে দিয়েছে । বরাদ্দ অনুযায়ী প্রতিটি ইউনিয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের তত্ত্বাবধানে গ্রামপর্যায়ের কৃষকের কাছ থেকে ধান ক্রয় সংগ্রহ শুরু করবে ।
সোমবার থেকে প্রতিটি ইউনিয়নে ১জন ট্যাগ অফিসার, ২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষি কার্ডধারী প্রকৃত কৃষক যাচাই বাছাই করে তাদের কাছ থেকে ধান ক্রয় সংগ্রহ শুরু করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনা মোতাবেক উপজেলা ধান চাল ক্রয় সংগ্রহ কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে একযোগে প্রতিটি ইউনিয়নে সরাসরি মাঠ পর্যায় থেকে প্রকৃত কৃষকদের কাছ থেকে দ্বিতীয় ধাপে এ ধান ক্রয় সংগ্রহ করা হচ্ছে ।